গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলি -- এই লাইন বাঙালির মন কেড়েছিল একসময়। আশির দশকে শুরু হওয়া সেই শাড়ির ব্যবসা ছড়িয়ে পড়ল দারুণ আধিপত্য নিয়ে।
রোববার (১৯ জানুয়ারি) রাত ১টা নাগাদ আগুন লাগে শুধু ট্রেডার্স অ্যাসেম্বলি নয় আদি ঢাকেশ্বরীর একতলাতেও। পুড়ে গেছে প্রায় পঞ্চাশটির বেশী হকার স্টল। আদি ঢাকেশ্বরী ও ট্রেডার্সের মাঝে দেওয়াল ভেঙে শাটার কেটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ১৯টি দমকল আনা হয় আগুন নেভাতে।
অগ্নিকাণ্ডে মানুষের হতাহতের খবর না পাওয়া গেলেও শোনা যাচ্ছে প্রভূত জিনিসপত্রের ক্ষতি হয়েছে বহু মানুষের।