আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছায়ানট (কলকাতা) আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, নজরুলতীর্থ (নিউটাউন)-এ আয়োজন করতে চলেছে দুই বাংলার শিল্পীদের সমন্বয়ে দুদিনব্যাপী এক অনন্য রবীন্দ্র-নজরুল উৎসব। উৎসবের শিরোনাম 'সীমানা ভুলে এক সুরে, রবীন্দ্র-নজরুলে' ।
উৎসবের প্রথম দিন রবীন্দ্রনাথ ঠাকুর ও দ্বিতীয় দিন কাজী নজরুল ইসলাম সম্পর্কিত গান, কবিতাপাঠ অনুষ্ঠিত হবে। সাথে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে 'লাইভ পেন্টিং'। এতে অংশগ্রহণ করবেন বাংলাদেশ ও কলকাতার বিশিষ্ট শিল্পীবৃন্দ।
এই উৎসবে সার্বিক সহযোগিতায় Adams Z momo এবং পরিকল্পনা ও পরিচালনায় সোমঋতা মল্লিক। উল্লেখ্য, ছায়ানট (কলকাতা) নজরুলচর্চায় নিবেদিত একটি অনন্য প্রতিষ্ঠান। কলকাতায় অত্যন্ত আকর্ষণীয় নজরুল মেলা ছাড়াও ছায়ানট (কলকাতা) হায়দারাবাদে অনুষ্ঠান করেছে। প্রকাশ করেছে সিডি এবং ডিভিডি।
ছায়ানট (কলকাতা)-এর অন্যতম আধিকারিক সোমঋতা মল্লিক বার্তা২৪.কমকে জানান, 'সঙ্গীত, শিল্প ও সাহিত্যের মেলবন্ধনে আমরা মৈত্রী, সম্প্রীতি ও শান্তির বার্তা উভয় বাংলায় পৌঁছে দিতে প্রয়াসী।'