আসন্ন জাতীয় লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক পরিবেশ এখন জমজটা। জাতীয় ও আঞ্চলিক দলগুলো আসন্ন লোকসভা নির্বাচনে নিজেদের সুবিধাজনক অবস্থায় রাখতে উঠে পড়ে লেগেছে।
শনিবার (১৯ জানুয়ারি) ব্রিগেড প্যারেট গ্রাউন্ডে বিরোধী ঐক্যের প্রথম বৃহত্তম সমাবেশটা আয়োজন করে ফেলল তৃণমূল কংগ্রেস। সমাবেশে ভারতের বিরোধী ২৩ দলের নেতাদের নিয়ে এক মঞ্চে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ব্রিগেড ছিল জনতার স্রোত, প্রায় চার ঘণ্টার এ সমাবেশ থেকে বিজেপি ও নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় বার্তা দিলেন তিনি।
ব্রিগেডে নিজের জনপ্রিয়তা দেখিয়ে দেওয়ার পাশাপাশি মোদি সরকারের ‘মেয়াদ শেষ’ বলেও হুঙ্কার দিলেন মমতা। এছাড়া সমাবেশ থেকে একই সুরে কথা বললেন জোট বাঁধা অন্য বিরোধী দলগুলোর নেতারাও।