কলকাতার পরে কোচবিহার

, কলকাতা

কলকাতা ডেস্ক | 2023-09-01 18:14:21

কলকাতায় এন আর এর এর ঘটনার রেশ কাটতে না কাটতেই কোচবিহারে আবার মিলল আঘাতপ্রাপ্ত কুকুরছানা।

কোচবিহার শহরের গুঞ্জিবাড়ির কাছে গোঙানির আওয়াজ পেয়ে স্থানীয়রা গিয়ে দেখেন আঘাতপ্রাপ্ত একটি কুকুরছানা। আরো খোঁজ করতে গিয়ে মেলে আরো পাঁচটি কুকুরছানা।

তবে প্রাণী সম্পদ উন্নয়ন দফতর জানিয়েছে, এখনো কোনো মারধর বা বিষক্রিয়া হয়েছে বলে তারা মনে করছে না।

এখন সকলেই সম্পূর্ণ তদন্ত ও পরীক্ষার ওপর নির্ভর করে আছে।

এ সম্পর্কিত আরও খবর