বিখ্যাত সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায় আর নেই। পোর্ট ট্রাস্টের কাছে সেন্টিনারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
শনিবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি মারা যান বলে জানা যায়।
বঙ্কিম পুরস্কার, তারাসঙ্কর স্মৃতি পুরস্কার, সাহিত্য একাডেমিসহ একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন অতীন বন্দ্যোপাধ্যায়।
নীলকন্ঠ পাখির খোঁজে, অলৌকিক জলযান, ঈশ্বরের বাগান, পঞ্চযোগিনী, মানুষের ঘর বাড়ি, দেবীমহিমাসহ অসংখ্য অমর গ্রন্থ রয়েছে তার।
এ লেখকের জন্ম ১৯৩৪ সালে বাংলাদেশের ঢাকায়।