বেহালার একটি কলেজের আলোচনাচক্রে উপস্থিত ছিলেন লেখক এবং কংগ্রেস সাংসদ শশী থারুর। সেইখানেই তিনি বললেন, এই রাজ্যে বামেরা ৩৪ বছর থাকার জন্য এত ক্ষতি হয়েছে। এখানে শিক্ষায় এত কম টাকা ব্যয় করা হয় যেটা অবাক করে আমাকে। আর তা হয়েছে বামদের কারণে।
শিক্ষায় ভারতে কম টাকা ব্যয় করার কারণে ইউরোপের দেশগুলোর তুলনায় আমরা পিছিয়ে রয়েছি বলেও মন্তব্য করেন কংগ্রেসের এই সাংসদ ও কবি শশী থারুর ।