নন্দনে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

, কলকাতা

কলকাতা ডেস্ক | 2023-08-10 08:18:52

২০ জানুয়ারি নন্দনে শুরু হতে চলেছে অষ্টম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। মোট ৩৫টি দেশের ছবি দেখানো হবে এখানে।

বিশেষ অতিথি রূপে থাকছেন  শ্রী সন্দীপ রায়। উৎসব উপলক্ষে নন্দন চত্বর সাজানো হয়েছে ভুতুড়ে দূর্গের আদলে।

শিশুদের জন্য নানা বিনোদনের পাশপাশি থাকছে সেখানে ঘোরার জন্য থাকছে বাস। ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘ওয়াকিং উইথ দ্য উইন্ড’ দেখানোর মাধ্যমে শুরু হবে এই উৎসব। সিনেমা প্রদর্শনীর পাশাপাশি হবে জমজমাট আড্ডাও।

এ সম্পর্কিত আরও খবর