প্রীতম চক্রবর্তীর মিউজিক কোম্পানির লঞ্চে পাওয়া গেল তাকে। তিনি তামাশা, রকস্টার খ্যাত পরিচালক ইমতিয়াজ আলি। এই মুহূর্তে অনেক গল্প তার হাতে। তবে তিনি নিজেই জানালেন সব গল্পের মাঝে একটা ছবি নিয়ে কাজ করার ব্যাপারে তিনি নিশ্চিত।
সেই ছবি হল কৃষ্ণপ্রেম নিয়ে। আগেই করার ইচ্ছে ছিল কিন্তু বিরাট পরিসরের এই ছবি করতে তার সময় প্রয়োজন। তবে এই ছবি যে হচ্ছে সে ব্যাপারে তিনি নিশ্চিত।