পৌষ সংক্রান্তির পর দাপুটে ঠান্ডা নিয়ে হাজির মাঘ। মাঘের প্রথমদিন কলকাতায় তাপমাত্রা ছিল ১২.৩ডিগ্রি সেলসিয়াস।
পর দিন ১১.৩ডিগ্রী। তবে সপ্তাহের শেষে শীত কমতে পারে বলে জানানো হচ্ছে। তবে জেলাশহর শীতে বেশ কাবু হয়েছে শিলিগুড়ি ৭.৪ ডিগ্রী,বর্ধমানে ৯.৮ডিগ্রী সেলসিয়াস।