সিনেমাপ্রেমীদের জন্য দারুণ খবর। শৈবাল মিত্র পরিচালিত ‘দেবতার গ্রাস’ ছবিতে অভিনয় করবেন অভিনয়ের সেরা দুই ব্যাক্তি সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহ।
জোরাম লরেন্স ও রবার্ট ই লি‘র লেখা নাটক ‘ইনহেরিট দ্য উইন্ড ’ অবলম্বনে বানানো হচ্ছে এই সিনেমা।
মূলত বাংলায় হলেও এটি মাল্টিলিঙ্গুয়াল ছবি। দুই অভিনেতা পরিপূর্ণ আগ্রহে ভরপুর পরস্পর পরস্পরের সঙ্গে অভিনয় করার জন্য। ছবিতে সংগীতে থাকবে তেজেন্দ্রণারায়ণ মজুমদার। অভিনয় করছেন বাংলার আরো সব অভিনেতারা । এখন অপেক্ষা এই সিনেমা রিলিজের।