শুরু হয়েছে তান্ত্রিধাত্রী উৎসব। ১৫ থেকে ২০ জানুয়ারি পার্বতী বাউলের উদ্যোগে কলকাতার রাজারহাটে রবীন্দ্রতীর্থে চলবে এই উৎসব।
কলকাতার এই উৎসবে প্রথমদিন বাংলাদেশ ভারতের যুগ্ম অনুষ্ঠানে থাকবে পবিত্র-পলাশ। দেশ বিদেশের শিল্পীদের সমাগম হয় এই উৎসব।
পাঁচদিন ব্যাপী এ উৎসবে উপমহাদেশের প্রখ্যাত শিল্পীরা এই উৎসবে গান পরিবেশন করবেন।