শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ

, কলকাতা

কলকাতা ডেস্ক | 2023-08-24 19:32:20

আবহমান বাঙালির জীবনাচরনের সুখ-দু:খ, আনন্দ-বেদনা, আবেগ-অনুভূতি আর জীবন সংগ্রামের এক অনবদ্য উপাখ্যান তার প্রতিটি উপন্যাস। বিংশ শতাব্দি দোর্দন্ড প্রতাপে দাপিয়ে বেড়ানো এক জনপ্রিয় উপন্যাসিক তিনি। কথা হচ্ছে- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে। আজ (১৬ জানুয়ারি) বাংলার অবিস্মরণীয় এই কথাসাহিত্যিকের প্রয়াণ দিবস।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ই সেপ্টেম্বর পশ্চিম বঙ্গের হুগলি জেলার একটি ছোট গ্রাম দেবেন্দ্রপুরে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা মতিলাল চট্টোপাধ্যায় ছিলেন অলস আর স্বাপ্নিক ধরনের মানুষ। যিনি নিরবিচ্ছিন্নভাবে কোন কাজই শেষ করতে পারতেন না। তিনি অনেকগুলো গল্প আর উপন্যাস লেখা শুরু করেছিলেন। কিন্তু কোনটিরই সমাপ্তি টেনে যেতে পারেননি। কিন্তু তার কল্পনানুভূতি আর সাহিত্যানুরাগ ছাপ ফেলেছিল ছেলে শরৎচন্দ্রের জীবনে।

তার লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো- পল্লী সমাজ, চরিত্রহীন, দেবদাস, নিষ্কৃতি, দত্তা, শ্রীকান্ত, গৃহদাহ, শেষ প্রশ্ন এবং শেষের পরিচয়।

উপন্যাসের পাশাপাশি নাটকও লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এর মধ্যে উল্লেখযোগ্য- ষোড়শী, রমা, বিরাজ বউ ও বিজয়া।

তার সাহিত্য-কর্মকে ঘিরে ভারতীয় উপমহাদেশে এ পর্যন্ত প্রায় ৫০টি চলচ্চিত্র বিভিন্ন ভাষায় তৈরি হয়েছে। এরমধ্যে 'দেবদাস' উপন্যাসটি বাংলা, হিন্দি এবং তেলেগু ভাষায় ৮টি ছবি নির্মিত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর