টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী আবার বিবাহ বিচ্ছেদের মামলা করলেন। ২০১৮তে মডেল কৃষ্ণ ব্রজ যাদবকে বিয়ে করে শ্রাবন্তী।
বিয়ের পর সম্পর্ক সমস্যা জর্জরিত হওয়ায় মিউচুয়াল ডিভোর্সের সিদ্ধান্তে এসেছেন শ্রাবন্তী।
এর আগে পরচালক রাজীবকে বিয়ে করেন। সেই বিয়েও সাংসারিক ঝামেলার কারণে ভেঙে গেছে। এখন শ্রাবন্তী তার একমাত্র সন্তান ঝিনুককে নিয়ে মা বাবার সঙ্গেই রয়েছেন।