ক্যানসার মুক্ত ইমরান হাশমির ছেলে আয়ান

, কলকাতা

কলকাতা ডেস্ক | 2023-08-28 06:24:32

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির একমাত্র ছেলে যে ক্যান্সারে ভুগছিলেন সেকথা সবাই জানে। ২০১৪ সাল থেকে তাদের এই গোটা যুদ্ধের সমাপ্তি হল।  ক্যানসার মুক্ত হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরলেন ইমরান হাশমির ছেলে ছোট্ট আয়ান।

ছেলের সুস্থতার এমন খুশির সংবাদটি শেয়ার করলেন নিজের টুইটারে। ইমরান টুইটারে জানিয়েছেন তার ছেলে এখন ক্যানসার মুক্ত।  টানা ৫ বছর দীর্ঘ সংগ্রামের পর আয়ান এখন ভাল আছে।

২০১৬ সালে ইমরান তার ছেলেকে নিয়ে তিনি একটি বই লিখেছিলেন যার নাম ‘দ্য কিস অফ লাইফ’। বইটিতে তিনি তার ছেলে আয়ান মাত্র ৪ বছর বয়সে কিভাবে ক্যানসারে আক্রান্ত হয় তা নিয়ে লিখেছেন।

এ সম্পর্কিত আরও খবর