কবি শ্রীজাত কবিতা পাঠ করতে গিয়েছিলেন আসামের শীলচর শহরে। সেখানে কিছু উগ্রহিন্দুত্ববাদী মানুষ তাকে আক্রমণ করে। তার কবিতাপাঠে বাধা দেয়। কিন্তু তিনি বাধা অতিক্রম করে ফিরে এসেছেন। সারাদেশ এ ঘটনার তীব্র নিন্দা, ধিক্কার জানাচ্ছে।
বিশিষ্ট লেখক শঙ্খ ঘোষ এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায় এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সাধারাণ মানুষ, যারা সত্যিকার অর্থে কবিতার পাঠক তারাও এ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।
সবার চাওয়া, একজন কবিকে তার মুক্তচিন্তা, লেখতে দেওয়া এবং বলতে দেওয়া আমাদের কর্তব্য। আমরা যেনো এ অশান্তিগুলোকে প্রশ্রয় না দেই।