পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার পার করলো। পাশাপাশি করোনা সংক্রমণে রেকর্ড গড়ল কলকাতা। একদিনে শহরে রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, বুধবার(৫ জানুয়ারি) রাজ্যে কোভিড পজিটিভ হয়েছেন ১৪ হাজার ২২ জন। আর তাতে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৭০ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৬ হাজার ৪৩৮ জন। এছাড়া পশ্চিমবঙ্গে ওমিক্রন আক্রান্ত ২০ জন।
এদিকে ভারতে ক্রশমই ছড়াচ্ছে করোনা সংক্রমণ। দ্রুত আক্রান্তের নিরিখে উদ্বেগজনক পরিস্থিতি দেশটির ৮ রাজ্য। তালিকার শীর্ষে মহারাষ্ট্র রয়েছে। তারপরই স্থান পশ্চিমবঙ্গ। এরপর রয়েছে দিল্লি, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, ঝাড়খণ্ড এবং গুজরাট। বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে, ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৯৭ জন। করোনার কারণে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৩৪ জনের। এখনও পর্যন্ত দেশটিতে ওমিক্রন আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৩৫ জন।
এর সাথে কেন্দ্রীয় মন্ত্রকের তরফের বলা হয়েছে, দেশটির ২৮টি জেলার পরিস্থিতি উদ্বেগজনক। এগুলিতে গত এক সপ্তাহে সংক্রমণ বৃদ্ধির হার প্রায় ১০ শতাংশর বেশি। এছাড়া এদিন স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর রাজস্থানের উদয়পুরে ওমিক্রন আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এটাই ভারতে প্রথম ওমিক্রন আক্রান্ত হয়ে মৃত্যু।