করোনা আক্রান্ত হলেন কবি জয় গোস্বামী। রোববার (১৬ মে) রাতে করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসে। এদিন রাতেই কবিকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, কবির শরীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
পরিবারের তরফে জানানো হয়েছে, রোববার সকালেই কাঁপুনি দিয়ে জ্বর আসে জয় গোস্বামীর। সঙ্গে বমিও হতে থাকে। শরীরের তাপমাত্রা ১০৩ থেকে ১০৪-এ পৌঁছে যেতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া কবির স্ত্রী কাবেরী গোস্বামীও অসুস্থ। তারও করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তবে তার করোনা পরীক্ষা সোমবার করানো হবে। তবে ঝুঁকি না নিয়ে কবি পত্নীকেও রোববার রাতে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তিনিও ভাল আছেন বলে জানা গেছে।