করোনা রোধে মসজিদে হারামের নতুন পদক্ষেপ

মক্কা, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 18:28:06

মক্কার মসজিদে হারামে জিয়ারতকারীদের সুরক্ষায় আরও নতুন পদক্ষেপ নিলো হারামাইন কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের সরকারগুলো করোনাভাইরাস মোকাবিলায় বেশ সতর্কতা অবলম্বন করছে। এরই অংশ হিসেবে মসজিদে হারামে শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত ইন্টারেক্টিভ টাচস্ক্রিনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম ব্যবহার আপাতত স্থগিত করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) আরব নিউজের খবরে বলা হয়েছে, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধের অংশ হিসেবে মসজিদে হারামের শিক্ষামূলক ইন্টারেক্টিভ টাচস্ক্রিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

মসজিদে হারামের প্রবেশপথ থেকে শুরু করে বিভিন্ন স্থানে সাধারণ দর্শনার্থীদের জন্য এসব শিক্ষামূলক ইন্টারেক্টিভ টাচস্ক্রিন রয়েছে। যেখানে আগ্রহীরা বিভিন্ন ভাষায় ইসলাম ধর্মের মৌলিক বিষয় থেকে শুরু করে, হজ-উমরা সম্পর্কিত মাসয়ালা, কোরআন তেলাওয়াত শেখাসহ দোয়া-দরুদ ইত্যাদি বিষয়ে জানার সুযোগ পান। এসব শিক্ষামূলক ইন্টারেক্টিভ টাচস্ক্রিন নিজে নিজে চালানো যায়। আবার কোনো কোনো টাচস্ক্রিনে আজান ও নামাজের সময়সূচি এবং মসজিদে হারাম সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদর্শিত হয়।

এ ছাড়া মসজিদের হারামের তত্ত্বাবধানে পরিচালিত মাদরাসার বিভিন্ন ক্লাসেও ইন্টারেক্টিভ টাচস্ক্রিন ব্যবহার করা হয়। এর সবই আপাতত নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে হারামাইনের শিক্ষা বিভাগের পরিচালক আলী বিন হামিদ আল নাফে বলেছেন, এসব পদক্ষেপের লক্ষ্য হলো দর্শনার্থীদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। প্রাণঘাতী ভাইরাসের বিস্তার রোধ করা।

মসজিদে হারামের যেসব স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয় মানুষের স্পর্শ ছাড়া সেগুলো চালু থাকবে বলেও জানান তিনি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাওয়ার পর থেকে হারামাইন কর্তৃপক্ষ মসজিদে হারাম ও মসজিদে নববীতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। করোনাভাইরাস আতঙ্কে সৌদি আরব সাময়িকভাবে দেশটিতে উমরা যাত্রী ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর মসজিদে হারামে জীবাণুনাশক স্প্রে ব্যবহার, উমরা পালনকারীদের মাঝে মাস্ক বিতরণ ও বিশেষ হ্যান্ডওয়াশের ব্যবস্থা করা হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পুরনো কার্পেট সরিয়ে ফেলাসহ পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দেওয়া হয়েছে।

কাবা শরিফ ও মদিনার মসজিদে নববীসহ সৌদি আরবের সব মসজিদে ১৫ মিনিটের মধ্যে জুমার নামাজ সম্পন্ন করার দিকনির্দেশনা দিয়েছে। জুমার নামাজের আজান, ইকামত ও নামাজের সময়ও নির্ধারণ করেছে মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, জুমার নামাজের আজান দেওয়ার পর ১০ মিনিট অপেক্ষা করা হবে। এ সময়ে চলবে বয়ান ও খুতবা। আজানের ঠিক ১০ মিনিট পর জুমার নামাজের ইকামত দেওয়া হবে। ইকামতের পর নামাজ শুরু হলে তা বাকি সময়ে সম্পন্ন করতে হবে।

ইমামদের উদ্দেশে ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের এ নির্দেশনা দিয়ে বলা হয়, এ সময়ের মধ্যে নামাজ আদায় সম্পন্ন করতে হবে। কোনোভাবেই এ সময়ের বাইরে অতিরিক্ত সময় ব্যয় করা যাবে না।

এ ছাড়া মসজিদে হারাম এবং মসজিদে নববী এশার নামাজের ১ ঘণ্টা পর বন্ধ করে দিয়ে ফজরের ১ ঘণ্টা আগে খুলে দেওয়ার আদেশের পাশাপাশি মসজিদে নফল রোজার ইফতার, ইতিকাফ (রাতে থাকা) ও মসজিদে কোনো ধরনের খাবার-পানীয় না নেওয়ার আদেশও বহাল থাকবে।

এ সম্পর্কিত আরও খবর