মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববির পরিচালনা কর্তৃপক্ষ রিয়াজুল জান্নাতে নারী ও পুরুষদের নামাজ আদায়ের সময় নির্ধারণ করেছে।
হারামাইন অ্যাফেয়ার্স ইনস্টিটিউটের এক বিবৃতিতে বলা হয়েছে, নারী হাজিরা ফজরের পর থেকে সকাল ১১টা পর্যন্ত এবং এশার নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত রিয়াজুল জান্নাতে নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন করে নামাজ আদায়ের জন্য যেতে পারবেন।
আর পুরুষ হাজিরা রাত ২টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এবং সকাল সাড়ে ১১টা থেকে এশার নামাজ পর্যন্ত রিয়াজুল জান্নাতে প্রবেশ ও নামাজ আদায় করতে পারবেন।
হারামাইন প্রশাসন আরও জানিয়েছে, ‘নুসুক’ বা ‘তাওয়াক্কালানা’ অ্যাপে নিবন্ধন করে রিয়াজুল জান্নাতে প্রবেশের অনুমতি নিতে হবে।
হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুম থেকে নিয়ে মসজিদে নববির মিম্বর পর্যন্ত যে জায়গাটুকু রয়েছে, তাকে রিয়াজুল জান্নাত বলা হয়। এ জায়গাটুকুর আয়তন ৩৩০ বর্গমিটার (দৈর্ঘে ২২ মিটার, প্রস্থে ১৫ মিটার)। এখানে ঘণ্টায় ৮০০ জন নামাজ আদায় করতে পারেন। এক দর্শনার্থী গড়ে দশ মিনিট সময় পান।
রিয়াজুল জান্নাতে হজযাত্রীদের প্রবেশের সুবিধার্থে প্রক্রিয়া রয়েছে। প্রথমে নুসুক ও তাওক্কালনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে হয়। নিবন্ধনের সময় দেওয়া নির্দিষ্ট সময়ে মসজিদে নববিরে গেটে উপস্থিত হলে কর্তৃপক্ষ ই-ডিভাইস থেকে কিউআর কোড স্ক্যান করে সনাক্ত শেষে জিয়ারতকারীদের কিছুক্ষণ অপেক্ষার পর রিয়াজুল জান্নাতে প্রবেশের সুযোগ দেওয়া হয়।
নিবন্ধন ছাড়া রিয়াজুল জান্নাতে প্রবেশ করা যায় না। অতিরিক্ত ভিড় কমাতে এবং অনিয়ম বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।