পবিত্র কাবা ঘরের গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্স পদির্শন করেছেন সৌদি আরবে নিযুক্ত ভারতীয় কনসাল জেনারেল মুহাম্মদ শাহেদ আলম। এ সময় তার সঙ্গে কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শনে ভারতীয় প্রতিনিধিদলকে স্বাগত জানান কিং আবদুল আজিজ কমপ্লেক্সের উপ-সহকারি সচিব প্রকৌশলি ফারিস বিন মুহাম্মদ আল মুতরিফি, পরিচালক ফয়সাল বিন সালেহ মাদানি ও জনসংযোগ বিভাগের প্রধান আহমদ বিন মুসায়িদ আল সুওয়াইহারি।
কমপ্লেক্সে এসে কনসাল জেনারেল শাহেদ আধুনিক সৌদি যুগে পবিত্র কাবা ঘরের গিলাফ তৈরির পুরো প্রক্রিয়া ভিডিওযোগে পরিদর্শন করেন। এছাড়া কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ, গিলাফ তৈরির প্রক্রিয়া ও অত্যাধুনিক উন্নত সরঞ্জাম বিভিন্ন পর্যবেক্ষণ করেন।
পবিত্র কাবা গৃহের গিলাফ তৈরির প্রক্রিয়া পরিদর্শন করে কনসাল জেনারেল সৌদির সরকারের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া কাবার প্রবীণ ইমাম শায়খ ড. আবদুর রহমান আস সুদাইসের উষ্ণ সংবর্ধনা ও তার সুদক্ষ নেতৃত্বে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালিত হওয়ার প্রশংসা করেন।