ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে ফান্সের উৎপাদিত যাবতীয় পণ্য বর্জনের দাবি করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর সম্মিলিত খতমে নবুওত সংরক্ষণ পরিষদ পঞ্চগড়ের উদ্যোগে শহরের শেরেবাংলা চত্বর থেকে মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের শেরেবাংলা চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহরের বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তওহিদি জনতা এখানে এসে একত্রিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের সভাপতি মুফতি আ.ন.ম আব্দুল করিম, সাধারণ সম্পাদক ও ইসলামি আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি কারী মো. আব্দুল্লাহ, সম্মিলিত খতমে নবুওয়ত পঞ্চগড়ের সহ-সভাপতি মাও. আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল বারীসহ অন্যরা।
এ সময় বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জন করার জন্য সবাইকে আহ্বান জানান এবং ফ্রান্সের প্রেসিডেন্টের বিচার দাবি করেন।
বক্তারা আরও বলেন, ফ্রান্সের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে।
সারাদেশে বিক্ষোভ: ব্যঙ্গচিত্র প্রকাশ করে ফ্রান্স মুসলমানদের চরম আঘাত দিয়েছে
ফ্রান্সের পণ্য বয়কটের আহবান সাভারের বিক্ষোভ থেকে
ফ্রান্সে নবী করিম সা.-এর অবমাননার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ