দক্ষিণ আফ্রিকাকে ৪.২ বিলিয়ন ডলার ঋণ দেবে আইএমএফ

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 12:33:59

করোনাভাইরাস মহামারির প্রভাব মোকাবিলায় দক্ষিণ আফ্রিকার জন্য ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিয়েছে ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড (আইএমএফ)।

অর্থনৈতিকভাবে বিধ্বস্ত দেশটি এই প্রথম আইএমএফ এর ঋণ সহায়তা পাচ্ছে।

আফ্রিকা মহাদেশে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ দক্ষিণ আফ্রিকা। প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ এখানে কোভিড-১৯ আক্রান্ত।

অর্থমন্ত্রী টিটো এমবাওনি জানান, এই অর্থ দিয়ে দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা এবং ফ্রন্ট-লাইন স্বাস্থ্যকর্মীদের সহায়তা দেওয়া হবে। এর পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারেও এই অর্থ ব্যবহার করা হবে।

মহামারি মোকাবিলায় দেশটি সম্প্রতি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এবং আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে মোট ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পেয়েছে।

এ সম্পর্কিত আরও খবর