করোনা টেস্টে অগ্রাধিকার না দিলে আফ্রিকায় ‘নীরব মহামারি’

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 00:23:55

আক্রান্ত রোগী শনাক্তে ব্যাপকহারে টেস্টিং কার্যক্রম শুরু না করলে আফ্রিকা মহাদেশে ‘নীরব মহামারি’ হিসেবে রূপ নিতে পারে করোনাভাইরাস।

সোমবার (২৬ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ শঙ্কা প্রকাশ করেছে।

ডব্লিউএইচও জানিয়েছে, আফ্রিকা মহাদেশ এখন পর্যন্ত করোনভাইরাসের সবচেয়ে খারাপ প্রভাব প্রত্যক্ষ করেনি। দেশটিতে করোনা সংক্রমণ এখনো ব্যাপকভাবে শুরু হয়নি। তবে এখনি সতর্ক হতে হবে। ব্যাপকহারে টেস্টিং কার্যক্রম জোরদার করা না গেলে দেশটিতে ‘নীরব মহামারি’ শুরু হতে পারে।

ডব্লিউএইচও’ এক রাষ্ট্রদূত শঙ্কা প্রকাশ করে বলেন, আমার প্রথম উদ্বেগ হলো করোনা টেস্টিংয়ের অভাব আফ্রিকাকে একটি নীরব মহামারির দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের অবশ্যই টেস্টিং কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার জন্য দেশটির নেতাদের চাপ দেওয়া অব্যাহত রাখতে হবে।

এ সম্পর্কিত আরও খবর