ইসরায়েলে নিজ বাড়ি থেকে চীনা রাষ্ট্রদূতের মরদেহ উদ্ধার

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 10:43:36

ইসরায়েলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ডু ওয়েই (৫৭) এর মরদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) ডু ওয়েই তেল আভিভ শহরের নিজ অ্যাপার্টমেন্টের বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ও পুলিশের এক মুখপাত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

পুলিশের এক মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, নিয়মিত পদ্ধতির অংশ হিসেবে পুলিশ ইউনিট ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। জরুরি চিকিৎসক ও কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, প্রাথমিক ইঙ্গিতগুলো থেকে ধারণা করা হচ্ছে প্রাকৃতিক কারণে ঘুমন্ত অবস্থায় ডু মারা গিয়েছিলেন।

দূতাবাসের ওয়েবসাইট অনুযায়ী, তিনি ৩১ বছর ধরে চীনের পররাষ্ট্রমন্ত্রী সাথে রয়েছেন। তিনি ফেব্রুয়ারি মাসে ইসরায়েলের রাষ্ট্রদূত নিযুক্ত হন।

এ সম্পর্কিত আরও খবর