শনিবার থেকে লকডাউন খুলে দেবে পাকিস্তান

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 01:51:09

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও শনিবার (৯ মে) থেকে লকডাউন খুলে দেবে পাকিস্তান। বৃহস্পতিবার (৭ মে) একথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি জানান, দেশে প্রচুর দরিদ্র ও শ্রমজীবী মানুষ আর এভাবে লকডাউনের মধ্যে চলতে পারছে না। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক টেলিভিশন বার্তায় ইমরান খান বলেন, ‘আমরা এখন এই লকডাউন শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা জানি সংক্রমণ বাড়ছে। কিন্তু আমরা যেভাবে চালাতে চেয়েছিলাম সেভাবে সব চলছে না’।

৫ সপ্তাহ ধরে লকডাউন চলা পাকিস্তানে এখন পর্যন্ত ২৪ হাজার ৭৩ জন করোনা আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫৬৪ জন। বৃহস্পতিবার (৭ মে) নতুন ১ হাজার ৫২৩ জন সংক্রমিত হয়েছে যা পাকিস্তানে একদিনে সংক্রমণ সংখ্যা।

এ সম্পর্কিত আরও খবর