ইতালিতে করোনায় দেড় শতাধিক চিকিৎসকের মৃত্যু

ইউরোপ, আন্তর্জাতিক

ইসমাইল হোসেন স্বপন, ইতালি করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-25 13:15:08

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের সেবা করতে গিয়ে ইতালিতে দেড় শতাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সর্বশেষ শুক্রবার (২৪ এপ্রিল) দেশটির পরিবার পরিকল্পনা বিশেষজ্ঞ জিয়ানবাটিস্তা পেরেগা নামের এক চিকিৎসকের মৃত্যু নিশ্চিত করেছে চিকিৎসকদের সংগঠন এফএনএমএসইও। এনিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে দেড় শতাধিক চিকিৎসকের মৃত্যু হলো।

এফএনএমএসইও'র তালিকায় অবসরপ্রাপ্ত চিকিৎসকরাও রয়েছেন যারা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আক্রান্তদের সেবায় এগিয়ে এসেছেন।

এদিকে গত একদিনে ইতালিতে করোনায় মৃত্যু হয়েছে ৪২০ জনের। আর এইদিনে নতুন আক্রান্ত হয়েছেন তিন হাজার ২১ জন। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৫ হাজার ৯৬৯ ও আক্রান্তের সংখ্যা এক লাখ ৯২ হাজার ৯৯৪ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার দেশটিতে প্রায় ২ হাজার ৯২২ জন করোনা রোগী সুস্থ হয়ে ঘরে ফিরেছে। এনিয়ে মোট সুস্থতার সংখ্যা ৬০ হাজার ৪৯৮।

শুক্রবার (২৪ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য নিশ্চিত করেন।

এদিকে ইতালির বিভিন্ন এলাকায় খুলতে শুরু করেছে দোকানপাট। বই, স্টেশনারি, বাচ্চাদের জামা কাপড়ের দোকান খুলছে। এছাড়া কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। তবে ইতালির অন্যতম আক্রান্ত এলাকা লমবার্ডিতে বন্ধ আছে দোকানপাট।

এ সম্পর্কিত আরও খবর