নিউ ইয়র্কের করোনাভাইরাস প্রাদুর্ভাব আরও প্রকট আকার ধারণ করলে চিকিত্সার সরঞ্জামাদির অভাবজনিত কারণে ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন শহরটির মেয়র বিল দে ব্লাসিও।
রোববার (২২ মার্চ) তিনি বলেন, ‘চিকিৎসার সরঞ্জামাদির ব্যাপক সংকট দেখা দেওয়া থেকে প্রায় ১০ দিনের মতো দূরে রয়েছি। আমরা যদি আরও ভেন্টিলেটর না পাই তবে প্রচুর মানুষ মারা যাবে।’
পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে যতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার অর্ধেক সংখ্যক মানুষই নিউ ইয়র্কের। পুরো দেশ জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ৩১ হাজার ৫৭ জনকে, যার মাঝে মারা গেছে ৩৯০ জন।
এদিকে শুক্রবার (২০ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ট ট্রাম্প রাষ্ট্রের বড় ধরনের বিপর্যয় মোকাবিলার জন্য বিলিয়ন ডলার ফেডারেল সহায়তার অনুমোদন দিয়েছেন।
তবে ডি ব্লেসিও এই সহায়তাকেও অপ্রতুল হিসেবে গণ্য করে প্রশাসনের সমালোচনা অব্যাহত রেখেছেন।