সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে রোববার (২২ মার্চ) দেশটির প্রথম করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের ব্যাপারে ঘোষণা দিয়েছে। দেশটির নিউজ অ্যাজেন্সি সানার বরাত দিয়ে এমনটাই জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রনায়ল থেকে আরও জানায়, আক্রান্ত রোগী দেশের বাইরে থেকে এসেছেন এবং এর পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।