করোনাভাইরাসের বিস্তার রোধে স্বল্পমেয়াদী পর্যটকদের প্রবেশ ও ট্রানজিট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর।
নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সর্বশেষ পদক্ষেপ হিসেবে দেশটি এ ধরনের স্বল্পমেয়াদী ভিসায় প্রবেশের অনুমতি দেবে না।
এ নিষেধাজ্ঞা কার্যকর হবে সোমবার (২৩ মার্চ) স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট থেকে।
যারা স্বাস্থ্যসেবা এবং পরিবহনের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলোতে কাজ করেন, শুধু তাদের জন্য বিশেষ অনুমতি সাপেক্ষে প্রবেশের অনুমতি দেবে দেশটি।
এ ছোট ও উন্মুক্ত অর্থনীতির শহর সিঙ্গাপুরে শনিবার করেনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম প্রাণহানি হয়। এতে সংক্রমিত হয়েছেন ৪৩২ জন।
গত তিন দিনে দেশটিতে যে নতুন সংক্রমণ হয়েছে, তার ৮০ শতাংশই বাইরে থেকে এসেছে।