রাজস্থানে বাস নদীতে পড়ে নিহত ২৫

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 13:13:48

ভারতের রাজস্থানে বরযাত্রীর একটি বাস নদীতে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। ভারতের স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজ্যটির বুন্দি জেলায় কোটা-দৌসা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজ্য পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

লেখারি থানার পুলিশের প্রধান রাজেন্দ্র কুমার ফোনে ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে জানান, বাসটিতে ২৮ জন যাত্রী ছিল। বাসটি কোটা থেকে সাহায় মাদপুরের দিকে যাচ্ছিল। বাসটি পাপড়ি গ্রামের নিকটে একটি ব্রিজ পার হওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মেজ নদীতে পড়ে যায়। ব্রিজের ওপরে কোনো রেলিং বা দেয়াল ছিলনা বলে জানিয়েছে পুলিশ।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে ১৩ জন মারা যায়। হাসপাতালে নেওয়ার সময় আরও ১০ জন মারা যায়। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ, ১০ জন নারী ও তিনজন শিশু রয়েছে।

রাজেন্দ্র কুমার আরও জানান, আহতদের উদ্ধার করে লেখারি সরকারি হাসপাতালে নেওয়া হয়। আর গুরুতর আহতদের কোটার সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের বেশির ভাগকেই উদ্ধার করেছে স্থানীয় জনগণ।

দুর্ঘটনায় শোক প্রকাশ করে একটি টুইট পোস্ট করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী আশোক গেহলোট।

এ সম্পর্কিত আরও খবর