করোনাভাইরাস চীনের সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ‘জনস্বাস্থ্য সংকট’

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 14:44:52

করোনাভাইরাস মহামারি চীনের সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ‘জনস্বাস্থ্য সংকট’ এবং করোনা রোধে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও সামরিক সদস্যদের আরও সচেতন হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

রোববার (২৩ ফেব্রুয়ারি) এক টেলিকনফারেন্সে এ কথা বলেন শি জিনপিং।

দুইমাস ধরে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর এই প্রথম সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন শি জিনপিং।

বৈঠকে শি জিনপিং বলেন, খুব দ্রুত ছড়িয়ে পড়ে মহামারি আকার ধারণ করেছে এ ভাইরাস। চীনে এই মুহূর্তে সবচেয়ে কঠিন কাজ হলো করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা।

তিনি আরও বলেন, উহান এবং হুবেই প্রদেশে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করার পাশাপাশি চীনের রাজনৈতিক কেন্দ্র বেইজিংয়ে এ ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করা এই মুহূর্তের সবচেয়ে কঠিন কাজ। প্রথমত আমাদেরকে এখন খুব সচেতনভাবে কাজ করতে হবে। চিকিৎসা সেবা ও নিরাময়ের হার বাড়িয়ে তুলতে হবে। হুবেই ও উহানে কার্যকরভাবে সংক্রমণ এবং মৃত্যুর হার হ্রাস করতে হবে।

পাশাপাশি বেইজিংয়ে করোনা বিস্তার রোধ ও নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে বেইজিং-তিয়ানজিন-হেবেই অঞ্চলে যৌথ প্রতিরক্ষা এবং নিয়ন্ত্রণ জোরদার করার নির্দেশ দেন।

এ সম্পর্কিত আরও খবর