মোদির সঙ্গে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা করবেন ট্রাম্প

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 05:46:22

আসন্ন ভারত সফরে মোদির সঙ্গে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বার্তা দিল হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজের মুখপাত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, ভারতের ডেমোক্রেটিক ট্র্যাডিশনকে মার্কিন যুক্তরাষ্ট্র সম্মান করে।

ভারত সফরে এসে নানা বিষয়ে কথা বলবেন ট্রাম্প। এর মধ্যে আছে ধর্মীয় স্বাধীনতার প্রসঙ্গও, এই বিষয়েও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলবেন তিনি। ভারতে সিএএ এবং এনআরসি নিয়ে যে বিক্ষোভ-আন্দোলন চলছে, সে বিষয়েও অবগত এবং উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: ভারত সফরে দুর্দান্ত বাণিজ্য চুক্তি হতে পারে

হোয়াইট হাউজ সাংবাদিকদের জানায়, ভারত ধর্মীয়-সাংস্কৃতিকসহ নানা বৈচিত্র্যে সমৃদ্ধ। ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের প্রতি শ্রদ্ধার বিষয়টি রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন।

ভারতে এসে দিল্লি এবং আহমেদাবাদ সফর করবেন ট্রাম্প, সঙ্গে থাকছেন ফার্স্ট লেডি মেলানিয়া। সফর নিয়ে ফোনালাপ হয়েছে মোদি এবং ট্রাম্পের মধ্যে।

এর আগে ২০১০ ও ২০১৫ সালে ভারতে এসেছিলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, এই সফরের মূল উদ্দেশ্য বাণিজ্য চুক্তি। এছাড়াও সন্ত্রাসবাদ প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা হবে।

এ সম্পর্কিত আরও খবর