'ভারত সফরে দুর্দান্ত বাণিজ্য চুক্তি হতে পারে'

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 05:52:40

ভারত সফরের আগেই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আশার আলো দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, 'আমরা ভারতে যাচ্ছি, সেখানে একটি দুর্দান্ত চুক্তি করতে পারি আমরা'।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের হোপ ফর প্রিজনারস গ্রাজুয়েশন নামক এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প এসব কথা বলেন।

তিনি বলেন, 'আমরা ধীরে চলার নীতি নিয়েই আপাতত আগাবো। আমেরিকার নির্বাচনের এই চুক্তিটি করবো। আমি মনে করি সেই সময়েই এই চুক্তি করা ভালো। তবে এই ভারত সফরেও কিছু হতে পারে। তাই, আমরা কী করব তা ভেবে দেখছি'।

ট্রাম্প আরো বলেন, 'আমরা তখনই চুক্তি করবো যখন দেখবো যে এটা একটি ভাল চুক্তি হতে চলেছে। আমেরিকা বেশ কিছু সুবিধা পাচ্ছে। কারণ আমরা প্রথমে আমেরিকার কথাই ভাববো। মানুষ এটা পছন্দ করুক বা না করুক আমরা আমেরিকার স্বার্থই সবার আগে রাখবো'।

ডোনাল্ড ট্রাম্প জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে বলেছেন, ১০ মিলিয়ন মানুষ আহমেদাবাদে তাকে স্বাগত জানাবে।

উল্লেখ্য, আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে তিনি গুজরাটের আমেদাবাদ এবং নয়া দিল্লিতে যাবেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর