২১ জনের হত্যাকারী থাই সেনা পুলিশের গুলিতে নিহত

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 11:05:30

থাইল্যান্ডের একটি শপিংমলে কমপক্ষে ২১ জনকে গুলি করে হত্যা করা সেই থাই সেনা পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান জানায়, থাইল্যান্ডের নিরাপত্তা বাহিনীর হাতেই ওই সেনা নিহত হয়েছেন।

পুলিশ ও নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানায়, তাকে গ্রেফতারের পর ওই শপিংমলেই আটক করে রাখা হয়। পরে সেখানেই তাকে হত্যা করা হয়েছে। তার কাছে জিম্মি থাকা আট বেসামরিককে উদ্ধার করে পুলিশ।

তবে ওই সেনার নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

এর আগে ৮ ফেব্রুয়ারি দুপুর তিনটার দিকে সেনা শিবিরে যাওয়ার আগে ওই সেনা প্রথমে একটি বাড়িতে এবং তারপরে উত্তর-পূর্ব থাইল্যান্ডের নাখন রাচ্ছচিমার এক শপিংমলে গুলি চালিয়ে হত্যা শুরু করে। এতে ২১ জন নিহত ও ৩০ জন আহত হয়।

অস্ত্রধারী ওই সেনা গুলি ছোড়ার ঘটনা ফেসবুকে লাইভ করে এবং রাইফেলসহ সেলফি আপলোড করে সন্ধ্যা ৭টা২০ মিনিটে পোস্ট দেয় ‘অনেক ক্লান্ত’। যদিও কিছুক্ষণ পর ফেসবুক ভিডিওটি বন্ধ করে দেয়।

আরও পড়ুন- থাইল্যান্ডে সৈনিকের এলোপাতাড়ি গুলিতে নিহত ১২

এ সম্পর্কিত আরও খবর