করোনা ভাইরাস: উহানে মার্কিন নাগরিকের মৃত্যু

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 11:20:44

নতুন করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহানে চিকিৎসারত অবস্থায় এক মার্কিন নাগরিক মারা গেছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে চীনে অবস্থিত মার্কিন দূতাবাস।

মার্কিন দূতাবাসের মুখপাত্র আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি কে জানায়, ৬ ফেব্রুয়ারি উহানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬০ বছর বয়সী একজন মার্কিন নাগরিক মারা যায়।

নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। তবে নিরাপত্তাজনিত কারণে নিহত ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

করোনায় আক্রান্ত হয়ে চীনে এ প্রথম কোনো বিদেশি নাগরিক মারা গেল।

গত বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, চীনে অবস্থানরত ১৯ জন বিদেশি নাগরিক করোনায় আক্রান্ত হয়েছে। যার মধ্যে দুজন সুস্থ হয়েছে। তবে আক্রান্ত ওইসব রোগীদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।

নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এখন পর্যন্ত মারা গেছে ৭২২ জন। এছাড়া দেশটিতে সাড়ে ৩৪ হাজার আক্রান্তকে শনাক্ত করা গেছে। চীনের বাইরে ২৫টি দেশে ২৭০ জন করোনায় আক্রান্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে। চীন মূল ভূখণ্ড বাদে ফিলিপাইন ও হংকংয়ে দুজন মারা গেছে।

এ সম্পর্কিত আরও খবর