চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭০

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 22:58:31

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে।

চীনা স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, একদিনের ব্যবধানে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে আরও দেড় হাজারের বেশি মানুষ। এর মধ্যে চীনের হুবেই প্রদেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেশি। এর ফলে চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৭ হাজারেরও ওপরে।

তবে বেসরকারিভাবে আক্রান্তের পরিমাণ কয়েকগুণ বেশি বলে দাবি করা হচ্ছে।

এদিকে করোনাভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য পুরো বিশ্বকে সতর্ক থাকার জন্য বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্য প্রোগ্রামের প্রধান ড. মাইক রায়ান।

নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত দেশের তালিকায় যোগ হয়েছে জাপান ও তিব্বতের নাম। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য মাত্র ৪৮ ঘণ্টায় অর্থাৎ দুদিনেই চীনে চালু হল ‘করোনাভাইরাস হাসপাতাল’। কর্মী ও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে একটি খালি ভবনকে ১০০০ শয্যার হাসপাতালে রূপ দেওয়া হয়েছে। হাসপাতালটির নাম দ্যবি মাউন্টেন রিজিওনাল মেডিক্যাল সেন্টার।

এ সম্পর্কিত আরও খবর