সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৫

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 02:10:21

সিঙ্গাপুরে ৫জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে।

সর্বশেষ, চীনের উহান শহর থেকে আগত ৫৬ বছর বয়সী এক মহিলাকে শনাক্ত করা হয়েছে যার শরীরে করোনাভাইরাস থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উহান শহর থেকে আগত এক চীনা নাগরিক সোমবার (২৭ জানুয়ারি) অসুস্থ হলে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। তাকে আলাদা একটি কক্ষে রাখা হয়েছে।

গত ১৮ জানুয়ারি পরিবারসহ ওই নারী সিঙ্গাপুরে আসেন।

দেশটির বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এখন পর্যন্ত ৫৭ জনকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আলাদা রাখা হয়েছে।

উল্লেখ্য, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ এ। এছাড়া প্রায় ১৩০০ জন নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

 

এ সম্পর্কিত আরও খবর