ভারতীয় আগ্রাসন রুখতে প্রস্তুত পাকিস্তান

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 23:00:34

ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে মন্তব্য করেছেন, দেশের পার্লামেন্টে অনুমোদন দিলে সেনাবাহিনী পাকিস্তানের শাসনাধীন আজাদ জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ নেয়ার উদ্যোগ নেবে।

ভারতের রাজধানী দিল্লিতে শনিবার (১২ জানুয়ারি) তিনি সাংবাদিকদের জানান, পার্লামেন্টের একটি প্রস্তাবে বলা হয়েছে, এক সময় পুরো জম্মু ও কাশ্মীর (পাকিস্তানের নিয়ন্ত্রণ থাকা আজাদ জম্মু ও কাশ্মীরসহ) ভারতের ভূখণ্ডের মধ্যে ছিলো। পার্লামেন্ট যদি চায়, ওই অংশ (আজাদ জম্মু ও কাশ্মীর) ভারতের ভূখণ্ডের সঙ্গে একত্রিত করা প্রয়োজন এবং আমাদের নির্দেশ দেয়, তাহলে আমরা সেভাবে পদক্ষেপ নেবো।’

ভারতীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচারিত হওয়ার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ ভারতের সেনাপ্রধানের মন্তব্যকে ‘নিত্যনৈমিত্তিক কথার ফুলঝুড়ি’ হিসেবে উল্লেখ করেছে। এক টুইটার বার্তায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের মহাপরিচালক লিখেন, ‘চলমান অভ্যন্তরীণ অস্থিতিশীল অবস্থা থেকে দেশের মানুষের দৃষ্টি সরিয়ে নিতে নিয়ন্ত্রণ সীমা রেখায় (এলওসি) সামরিক অভিযান নিয়ে ভারতীয় সেনাপ্রধানের মন্তব্য নৈমিত্তিক বুলি।’

ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের মহাপরিচালক

ওই টুইটে আরও লেখা হয়, ‘ভারতের যেকোনো আগ্রাসন রুখে দিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।’

সামরিক বাহিনীর পাশাপাশি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ভারতের সেনাপ্রধানের মন্তব্যের জবাব দিয়েছে। মনোজ নারাভানের বক্তব্যকে ‘দায়িত্বহীন’ হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগেও পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি কথা বলেছেন ভারতের নতুন সেনাপ্রধান। নভেম্বরে দায়িত্ব নেয়ার পরপরই তিনি বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসবাদে সহায়তা দেয়া বন্ধ না করলে, আমরা সন্ত্রাসী হুমকির উৎপত্তিস্থলে সামরিক হামলার অধিকার রাখি।’

তার হুমকিকে জোড়ালো করতে ২০১৯ সালের শুরুর দিকে পাকিস্তানে ভারতের আকস্মিক হামলা ও বালাকোট অপারেশনের কথাও মনে করিয়ে দেন মনোজ মুকুন্দ।

এ সম্পর্কিত আরও খবর