ভারতের পরবর্তী পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 12:56:15

বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা দেশটির পরবর্তী পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে ভারতীয় সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, ভারতের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শ্রিংলাকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগের আদেশ হয়েছে। ২০২০ সালের জানুয়ারি মাসে ভারতের প্রজাতন্ত্র দিবসে বর্তমান সচিব বিজয় গোখলের কাজ থেকে তিনি সচিবের দায়িত্ব নেবেন। সিনিয়র কূটনীতিক হর্ষবর্ধন শ্রিংলা ১৯৮৪ সালে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

হর্ষবর্ধন বাংলাদেশে হাইকমিশনার এবং থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ফ্রান্স, আমেরিকা, ভিয়েতনাম, ইসরাইল ও দক্ষিণ আফ্রিকায় জাতিসংঘের ভারতের স্থায়ী মিশনের দায়িত্বে ছিলেন তিনি।

 

এ সম্পর্কিত আরও খবর