সফর বাতিলে প্রভাব পড়বে না ভারত-বাংলাদেশ সম্পর্কে

ভারত, আন্তর্জাতিক

স্পেশাল করেস্পন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 01:28:11

নাগরিকত্ব সংশোধনী বিল সম্পর্কিত আইন পাসের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর সফর বাতিল সম্পর্কিত রয়েছে এমন কোনো জল্পনা অযৌক্তিক। পররাষ্ট্র মন্ত্রী একে আবদুল মোমেনের ভারত সফর স্থগিতের বিষয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র এ কথা জানান।

ভারতীয় বিদেশমন্ত্রকের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করেন মুখপাত্র রভীশ কুমার। তিনি বলেন, এই সফর বাতিলে খুব বেশি প্রভাব পড়বে না ভারত-বাংলাদেশ সম্পর্কে।

তিনি আরও বলেন, আমরা জানি যে এই সফর বাতিল করা হয়েছে ... বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতকে জানিয়েছেন, বিজয় দিবসের অনুষ্ঠানে তাকে থাকতে হবে। তাই তিনি সফর বাতিল করেছেন। এর সঙ্গে নাগরিকত্ব বিলের প্রসঙ্গটি যুক্ত করা ঠিক হবে না। দুদেশের মধ্যে সম্পর্ক এখন খুবই ঘনিষ্ঠ। 

এর আগে বৃহস্পতিবার বিকেলে ভারত সফর বাতিল করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তিন দিনের ভারত সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মোমেনের। শনিবার ভারতীয় বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা ছিল। শুক্রবার দিল্লি ডায়লগ ও ইন্ডিয়ান ওশান ডায়লগে তার অংশ নেয়ারও কথা ছিল। 

এ সম্পর্কিত আরও খবর