ভারতীয় নৌবাহিনীতে প্রথম নারী পাইলট শিবাঙ্গী

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 04:59:51

প্রথম নারী পাইলট পেল ভারতের নৌবাহিনী। নৌবাহিনীতে পাইলটের দায়িত্বে হাতেখড়ি হলো লেফটেন্যান্ট শিবাঙ্গীর। 

সোমবার (২ ডিসেম্বর) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৪ বছর বয়সী এই নারী পাইলট অভিষিক্ত হন। আগামী ৪ ডিসেম্বর নৌসেনা দিবস। এর দুইদিন আগেই নতুন দায়িত্ব পাচ্ছেন শিবাঙ্গী।  

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি অনেকে বড় বিষয়। একইসঙ্গে বড় দায়িত্ব। আমি জানি আমাকে ভালো করতে হবে।

বিহারের মুজাফফরপুরের বাসিন্দা শিবাঙ্গী পড়াশোনা করেছেন ডিএভি পাবলিক স্কুল থেকে। ২০১৮ সালে ইন্ডিয়ান নেভাল একাডেমি থেকে শিবাঙ্গী তার প্রাথমিক কোর্স সম্পন্ন করেন।

১৯৯২ সাল পর্যন্ত ভারতীয় নৌবাহিনীতে কেবলমাত্র নারীরা চিকিৎসাকর্মে নিয়োগপ্রাপ্ত হতেন। দীর্ঘ দিনের প্রথা ভেঙে নারীদের নৌসেনার পাইলটের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই সুযোগকে কাজে লাগালেন লেফটেন্যান্ট শিবাঙ্গী।

এ সম্পর্কিত আরও খবর