মিশরে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ১৫ জঙ্গি নিহত

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক | 2023-08-31 07:15:44

মিশরীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৫ জন সন্দেহভাজন জঙ্গি সদস্য নিহত হয়েছেন।

রোববার (৩০ সেপ্টেম্বর) দেশটির উত্তরের সিনাই শহরে এ বন্দুকযুদ্ধ হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, একটি জঙ্গি গোষ্ঠী জাতীয় নিরাপত্তাকে অস্থিতিশীল করতে চেয়েছে বলে সংবাদ ছিল। তারা সামরিক এবং পুলিশ বাহিনীকে লক্ষ্য করে হামলা করার পরিকল্পনা করছিল।

তবে মন্ত্রণালয় থেকে জঙ্গি সংগঠনের নাম উল্লেখ করা হয়নি। জঙ্গি সদস্যরা সিনাই শহরের একটি খামারে লুকিয়েছিল বলে বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী অভিযানে গেলে জঙ্গিরা তাদের ওপর লক্ষ্য করে গুলি চালায়। নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি করলে ১৫ জঙ্গি নিহত হন।

অভিযানে একটি বিস্ফোরক বেল্ট, বেশ কয়েকটি রাইফেল এবং একটি বিস্ফোরক ডিভাইসসহ স্ট্যাশড অস্ত্রের একটি ছোট ট্রভ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। তবে কখন এ অভিযান পরিচালনা করা হয় তা জানানো হয়নি।

দেশটির সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিনাই শহরকে কেন্দ্রীভূত করে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী লড়াই করে আসছে। তারা পুলিশ, সেনা অফিসার এবং সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালায়। যা এখন মিশরের নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

এ সম্পর্কিত আরও খবর