৩০ বছর বাড়েনি দাম, এক রুপিতে নাস্তা

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 17:29:48

ত্রিশ বছরে বাড়েনি খাবারের দাম। শুনতে অবাক লাগলেও কাজটি করে আসছে ভারতের একটি রেস্তোরাঁ। ভারতের দক্ষিণের শহর কোইমবাতোরে অবস্থিত রেস্তোরাঁটিতে এক রুপির কমে খাওয়া যায় সকালের নাস্তা।

স্থানীয় খাবার ইডলি ও পিঠা পাওয়া যায় এইখানে। সাথে রয়েছে ডাল ও নারিকেলের চাটনি।

৮০ বছর বয়সী নারী কামালাথাল এই রেস্তোরার মালিক। দীর্ঘ ত্রিশ বছর ধরে তিনি এই ব্যবসা করে আসছেন।

তিনি বলেন, 'সব কিনতে আমি ৩০০ রুপি খরচ করি। আর প্রতিদিন ২০০ রুপি লাভ করি। এত কম টাকাই খেতে পেরে খুশি সাধারণ মানুষ।'

কামালাথাল বলেছেন, 'মানুষকে খাওয়াতে আমার ভাল লাগে। যারা ভালো খাবার খেতে পারে না তাদের আমি খাওয়াতে চাই।'

রেস্তোরাঁর এক নিয়মিত গ্রাহক বলেন, 'এত কমে খাবার পেয়ে আমি খুশি। এখান থেকে খেলে দুপুর পর্যন্ত পেট ভরা থাকে।'

এ সম্পর্কিত আরও খবর