তাইওয়ানের ভূতের শহর

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 04:06:24

শহরে সুনসান নীরবতা, ঘরবাড়ি আছে, কিন্তু মানুষ নেই। যেকোনো সময় ভূত এসে হাজির হতে পারে, ঘটে যেতে পারে অলৌকিক ঘটনা!

কোনো রূপকথার শহর নয় এটি। অদ্ভূত এই জায়গাটি রয়েছে তাইওয়ানে। ১৯৭০ সাল থেকে এভাবেই পড়ে আছে শহরটি। কোনো মানুষ দিন-দুপুরেও যায় না সেখানে। কারণ- ভূতের ভয়!

বেশির ভাগ বাড়িই ইউএফও আকারের। অনেকটা ডিম বা ফ্লাইং সশারের মতো দেখতে। কোনোটি আবার বাক্সের আকিৃতির।

বাড়িগুলোর নকশা করেছিলেন ফিনল্যান্ডের স্থপতি মাত্তি সুরোনেন। কিন্তু আজও অজানা রয়েছে যে, কবে বাড়িগুলো বানানো হয়েছিল।

কথিত আছে, শহরটি তৈরির সময় অলৌকিক ঘটনা ঘটেছিল। দুর্ঘটনাও ঘটেছে অনেক। অনেকে আত্মহত্যাও করেছেন। এখনও নাকি শহরটিতে এ ধরনের অলৌকিক ঘটনা ঘটে। তাই সচরাচর সেখানে কেউ যায় না।

মার্কিন সামরিক কর্মকর্তাদের অবকাশ কাটানোর জন্য শহরটিতে এ ধরনের বাড়ি নির্মাণ করা হয়েছিল। কিন্তু গত শতাব্দির আশির দশকে বিনিয়োগ বন্ধ হয়ে যাওয়ায় পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে সব।

সূত্র: আনন্দবাজার ও এনডিটিভি

এ সম্পর্কিত আরও খবর