ধূমপান মুক্ত দেশ হচ্ছে সুইডেন

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 09:25:00

২০২৫ সালের মধ্যে সুইডেন সমগ্র বিশ্বে ধূমপান মুক্ত দেশ হিসেবে প্রকাশ পেতে যাচ্ছে।

মঙ্গলবার (২ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সোমবার (১ জুলাই) সুইডেনের নতুন আইন প্রবর্তনের মাধ্যমে দেশটির সরকার এমন তথ্য প্রকাশ করে।

নতুন আইন অনুযায়ী গত ১ জুলাই থেকে কোন উন্মুক্ত স্থানে যেমন খেলার মাঠ, ট্রেন ষ্টেশন এবং রেস্তোরাতে সিগারেট নিষিদ্ধ করা হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়নের পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে সুইডেনে সবচেয়ে অল্প সংখ্যক মানুষ ধূমপান করে।

সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লফভেন ২০২৫ সালের মধ্যে সুইডেনকে ধূমপান মুক্ত দেশ হিসেবে গড়ার প্রতিশ্রুতি দেন।

এদিকে, নতুন এই আইনের বিরুদ্ধে সুইডেনের নিকোলাস নামক এক ধূমপায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রুপ খুলে প্রতিবাদ জানান। তিনি খোলা স্থানে ধূমপানরত অবস্থায় একটি ছবি প্রকাশ করে এই আইনের বিরোধিতা করেন।

এক সুইডিস অধূমপায়ী বলেন, আমি কখনো সিগারেট খায়নি। তবু আমি এটাকে ব্যক্তি স্বাধীনতাই হস্তক্ষেপ বলে মনে করি।

এ সম্পর্কিত আরও খবর