লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৬

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-12 13:46:13

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। দেশটির স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) লস অ্যাঞ্জেলসের কাউন্টি মেডিকেল এক্সামিনার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১২ জানুয়ারি) দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহত ১৬ জনের মধ্যে প্যালিসেইডস ফায়ার জোনে ৫ জন এবং ইটন ফায়ার জোনে ১১ জন মারা গেছেন । লস অ্যাঞ্জেলস কাউন্টি মেডিকেল এক্সামিনার দাবানলে মৃতদের একটি তালিকা প্রকাশ করেছে। তবে তালিকায় মৃতদের বিস্তারিত পরিচয় বা বিবরণ এখনও দেওয়া হয়নি। 

গত মঙ্গলবার (৭ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসে দাবানল ছড়িয়ে পড়ে। টানা পাঁচদিন ধরে দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো ছয়টি দাবানল সক্রিয় রয়েছে। পুড়ে গেছে অনেক এলাকা। ধ্বংস হয়েছে প্রায় ১০ হাজার বাড়িঘর। এখন পর্যন্ত দাবানলে মৃতের সংখ্যা ১৬ হলেও এ সংখ্যা আরও বাড়তে পারে।

বর্তমানে দাবানলটি দিক পরিবর্তন করে লস অ্যাঞ্জেলসের উত্তর-পূর্বে নতুন এলাকার দিকে আগুন ছড়াচ্ছে। এমন অবস্থায় ম্যান্ডেভিলের দিকে অগ্রসর হওয়ায় সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আশপাশের এলাকার বাসিন্দাদের। ঘর ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও ১ লাখ ৬৬ হাজার মানুষকে।

আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদারের দেওয়া তথ্য অনুযায়ী, এই দাবানলে এখন পর্যন্ত ১৩৫ থেকে ১৫০ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। আর দাবানলে মানুষ শুধু ঘরবাড়িই হারাননি; লাখ লাখ বাসাবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। কালো ধোঁয়ায় দূষিত হয়েছে বাতাস। এতে শারীরিক ঝুঁকির মধ্যে পড়েছেন মানুষজন।

আগুন দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা। আকাশ থেকে ছিটানো হচ্ছে পানি ও অগ্নি নির্বাপক রাসায়নিক। এদিকে ক্যালিফোর্নিয়ার আগুন নেভাতে এগিয়ে এসেছে প্রতিবেশী সাতটি অঙ্গরাজ্য। কেন্দ্রীয় সরকারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কানাডা থেকেও এসেছে সহায়তা।

পরিস্থিতি নিয়ন্ত্রণের সহায়তায় উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির সরকার জানিয়েছে, তারা উদ্ধারকর্মী পাঠাতে প্রস্তুত।

শনিবার পেজেশকিয়ান প্রশাসনের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, ‘আমরা ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবিলায় সহায়তা করার জন্য দ্রুত উদ্ধারকর্মী দল পাঠাতে প্রস্তুত রয়েছি।’

 

এ সম্পর্কিত আরও খবর