ভ্যাটিকান অফিসের প্রধান হিসেবে প্রথম নারী নিয়োগ দিলেন পোপ

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-06 21:23:24

ভ্যাটিকান অফিসের প্রধানের দায়িত্বে প্রথমবারের মতো একজন নারীকে নিয়োগ দিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ইতালীয় রোমান ক্যাথলিক সিস্টার সিমোনা ব্রাম্বিলাকে (৫৯) চার্চের ধর্মীয় সকল আদেশের দায়িত্ব বিভাগের কাজে সাহায্যের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) কানাডিয়ান গণমাধ্যম সিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।  

এই নিয়োগটি চার্চ পরিচালনায় নারী নেতৃত্বের আরও অগ্রণী ভূমিকা দেওয়ার জন্য ফ্রান্সিসের লক্ষ্যে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও বেশ কিছু ভ্যাটিকান অফিসে নারীদেরকে সহযোগী হিসেবে দায়িত্বে রাখা হয়েছে। এর আগে কখনও ক্যাথলিক চার্চের কেন্দ্রীয় গভর্নিং অর্গান হলি সি কুরিয়ার ডিকাস্ট্রি বা মণ্ডলীর প্রিফেক্ট হিসেবে কোনো নারীকে নিয়োগ দেওয়া হয়নি। 

ঐতিহাসিক এ নিয়োগটি ভ্যাটিকান মিডিয়া নিশ্চিত করেছে। মিডিয়াটি "সিস্টার সিমোনা ব্রাম্বিলা ভ্যাটিকানের প্রথম দায়িত্ব বিভাগের নারী প্রধান" নামে শিরোনাম দিয়ে সংবাদটি প্রকাশ করেছে।

ব্রাম্বিলা কনসোলাটা মিশনারিজ ধর্মীয় আদেশের একজন সদস্য। গত বছর তিনি এই বিভাগে সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এছাড়াও ব্রাম্বিলার সহযোগী হিসেবে অ্যাঞ্জেল ফার্নান্দেজ আর্টাইমকে নিয়োগ দেয়া হয়েছে।

তবে তাদের মধ্যে কীভাবে দায়িত্ব ভাগ করা হবে তা স্পষ্ট করা হয়নি।

এই দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্রাম্বিলার অনেক পূর্ব অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি মোজাম্বিকে একজন নার্স এবং মিশনারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মনোবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। এই দায়িত্বের আগে তিনি একই বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এ সম্পর্কিত আরও খবর