লেবাননের দক্ষিণাঞ্চলের সারাফান্দ শহরের একটি সেনা ঘাঁটিতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে তিন লেবানিজ সেনা নিহত হয়েছেন।
বুধবার (২০ নভেম্বর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এই হামলার আগে লেবাননের সেনাবাহিনীর মুখপাত্র ফাদি ইদ সারাফান্দে বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) কে বলেছিলেন, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৩৮ লেবানিজ জন সেনা নিহত হয়েছেন।
এপি জানায়, সবশেষ হত্যাকাণ্ডের ফলে লেবাননের সেনাবাহিনীতে মোট মৃতের সংখ্যা ৪১ এ পৌঁছেছে।
তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।
এর আগে গত সোমবার লেবাননের সরকার বলেছে, লেবানিজ সেনাবাহিনীর ওপর ইসরায়েলের "পুনরায় আক্রমণ" সম্পর্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পরিকল্পনা করেছে। এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে।