যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান মোতায়েন এ অঞ্চলে ‘অস্থিতিশীলতার উপস্থিতি’: ইরান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-05 02:48:39

এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান মোতায়েনকে "অস্থিতিশীল উপস্থিতি" বলে কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই।

সোমবার (৪ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বি-৫২ বোমারু বিমান মোতায়েনের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে ইসমায়েল বাঘাই বলেন, "আমরা সবসময় বিশ্বাস করি এই অঞ্চলে আমেরিকার উপস্থিতি একটি অস্থিতিশীল উপস্থিতি। তবে যুক্তরাষ্ট্রের এই বিমান আমাদের আত্মরক্ষার দৃঢ় মনোবলকে বাধা দেবে না।

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত ইসরাইলের বিরুদ্ধে ইরানের জবাব হবে ‘নির্ধারিত ও সুদৃঢ়’- একথা উল্লেখ করে বাঘাই বলেন, ‘ইরান গাজা ও লেবাননে যুদ্ধবিরতির সমস্ত উদ্যোগ ও প্রচেষ্টা’ সমর্থন করেছে।

সংবাদ সম্মেলনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাম্প্রতিক বক্তৃতার উদ্ধৃতি দিয়ে বাঘাই বলেন, ইসলামী প্রজাতন্ত্র ‘আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু দিয়ে সজ্জিত’ হবে।

এর আগে গত শনিবার (২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বি-৫২ বোমারু বিমান মোতায়েনের বিষয়টি জানায়। তারা জানায়, ইরান সম্প্রতি তার সামরিক স্থাপনায় ইসরাইলি হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়ার পরিপ্রেক্ষিতে, মধ্যপ্রাচ্যে বি-৫২ বোমারু বিমান মোতায়েনে তাদের এই সিদ্ধান্তটি ইরানের জন্য সতর্কতা বার্তা।

এর আগে গত (১ অক্টোবর) ইরান হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ, হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি জেনারেল আব্বাস নীলফরউশানকে হত্যার জবাবে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা ঘাঁটির দিকে ২০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

সেই হামলার জবাবে গত শনিবার (২৬ অক্টোবর) সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ইরানে হামলা চালানোর দাবি জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান এবং তার মিত্রদের দ্বারা ক্রমাগত আক্রমণের প্রেক্ষিতে এ হামলা চালাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর