জম্মু ও কাশ্মিরে দুর্বৃত্তের হামলায় চিকিৎসকসহ নিহত ৬

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-21 11:55:05

ভারতের জম্মু কাশ্মির রাজ্যে দুর্বৃত্তের হামলায় ভিন রাজ্যের ৫ নির্মাণ শ্রমিক ও স্থানীয় এক চিকিৎসকসহ মোট ৬ জন নিহত হয়েছেন।

কারা ও কী উদ্দেশ্যে এ হত্যকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার পর হামলকারীদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।

সোমবার (২১ অক্টোবর) ভারতের সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া ও এনডিটিভি এ খবর জানায়।

খবরে বলা হয়, রোববার সন্ধ্যায় ভারতের জম্মু ও কাশ্মিরের গানদারবাল জেলার গগনজির এলাকায় একদল দুর্বৃত্ত নির্মাণাধীন একটি টানেলে ঢুকে নির্বিচারে গুলি ছোড়ে। এতে করে অন্য রাজ্য থেকে আসা ৫ নির্মাণ শ্রমিক ও স্থানীয় এক চিকিৎসক নিহত হন।

এঘটনার পর পুলিশ এলাকাটি ঘিরে ফেলে হামলাকারীদের আটক করতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় জম্মু ও কাশ্মিরের পুলিশ জানায়, হামলার পর পুলিশ এলাকাটি ঘিরে তল্লাশি চালাচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

এ হামলার পর কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গদকরি এ বর্বর হামলার নিন্দা জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর